টিকিট ওয়েটিং লিস্টে থাকলে ট্রেন যাত্রার আগে একরাশ চিন্তা মাথায় আসে। ওয়েটিং লিস্ট টিকিটও কনফার্ম হতে পারে। রয়েছে এক বিশেষ উপায়। রেলের এইচও কোটায় কনফার্মেশন সম্ভব। এই এইচও কোটা আসলে কী? দূরপাল্লার ট্রেনে থাকে হেড অফিস কোটা।