"জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ"। যার অর্থ সকল কাজে নিপুন পারদর্শী।হুগলি শেওড়াফুলি বাসিন্দা অজয় সাহা সেই প্রবাদ কে আক্ষরিক অর্থে সত্যি করেছেন। বছর ৪৮ এর অজয় পেশায় একজন জুতো বিক্রেতা।শ্রীরামপুরের এন এস এভিনিউ তে রয়েছে তার জুতোর দোকান।সারাদিন জুতো বিক্রির পাশাপাশি তার নেশা মহিষাসুর মর্দিনী পাঠ করা।