রহস্যময়ী সুন্দরী রেখা ৬৯ বছরে পড়লেন। তাঁর জীবন গল্পের মতো রহস্যময়। প্রতি মুহূর্ত মোড়া রহস্যে। ভক্তদের তাঁকে নিয়ে আগ্রহ একরত্তিও কমেনি। ভক্তরা জানতে চায় তাঁর মনের মণিকোঠায় কে?