স্ট্রতেই লুকিয়ে বিপদ

পানীয়ে চুমুক দিলে লিপস্টিক ঘেঁটে যায়। তাই অনেকেই টান দেন প্লাস্টিকের স্ট্রয়ে। চিকিৎসকরা প্লাস্টিকের স্ট্র ব্যবহার করতে বারণ করেন। এতে দাঁতের সমস্যা বাড়ে। প্লাস্টিকের স্ট্রয়ের মাধ্যমে নরম মিষ্টি পানীয়ের চিনি সরাসরি দাঁতে লেগে এনামেলের ক্ষতি করে।