কুকুরের আতঙ্কে গোটা এলাকা!

পাগলা কুকুরে কামড়ে আহত প্রায় ১২ জন।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত বারোঘরিয়া গ্রামপঞ্চায়েতের ওভার ব্রিজ সংলগ্ন ভেমটিয়া এলাকায়। গত দুদিন থেকে একটি পাগল কুকুর একাধিক মানুষকে কামড়েছে। গুরুতর আহত হয়েছে ইয়াসমিন পারভিন নামে ৩ বছরের এক শিশু । শিশুর মুখ খুবলে নেয় পাগল কুকুর টি, শিশুকে রেফার করা হয়েছে শিলিগুড়ি মেডিকেলে কলেজ ও হাসপাতাল।