কালো পোশাকে 'না' দেব আনন্দের

কালো রঙের পোশাক অনেকেই পরতে পছন্দ করেন। কিন্তু সুপারস্টার দেব আনন্দকে আদালত নির্দেশ দেয়, কালো পোশাক না পরার জন্য। তাই আদালতের নির্দেশের পর, তিনি রঙিন পোশাক পরতেন। তারপর থেকেই দেব আনন্দ আদালতের সেই নির্দেশ মেনে চলেন।