ম্যাজিক ছেড়ে দিলেন পিসি সরকার। বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অত্যন্ত তিতিবিরক্ত ম্যাজেশিয়ন। TV9 বাংলার একান্ত সাক্ষাৎকারে পি সি সরকার জানান, বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখলে তাঁর বমি পায়। তাঁর কথায়, “ইচ্ছা করে গিয়ে ঘুষি মারি নেতাদের। শিক্ষায় দুর্নীতি করে আসলে সমাজটাকে শেষ করা হচ্ছে।দেশ নষ্ট করার এটা সুপ্ত অপচেষ্টা চলছে।” পি সি সরকার বললেন, “তাই আর ফুল ফুটবে না, বসন্ত আসবে না স্টেজে।”