দুর্গাপুজোয় 'থিম চুরি'!

সকাল থেকেই ব্যস্ত মেয়র ফিরাদ হাকিম। কেন বলুনতো? কারণ একটাই।খুঁটিপুজো উদ্বোধন করতে হবে। সারাদিনে ৫-৬ টা খুঁটিপুজো উদ্বোধন করতে হচ্ছে তাঁকে। বিভিন্ন খুঁটি পুজোতে মেয়রকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হচ্ছে। ফুলের তোড়া হতে তুলে দেওয়া হচ্ছে। তবে আলিপুর সর্বজনীনের পুজো উদ্যোক্তারা তাঁদের পুজোর থিমের ব্যাপারে 'স্পিকটি নট'। কীসের ভয় পাচ্ছেন পুজো উদ্যোক্তারা? 'থিম চুরির'?