'মাছ' ছাড়ল আইএসএফ

দীর্ঘদিন আরামবাগ-চাপাডাঙ্গা ২ নং রাজ্য সড়কের আরামবাগের বলরামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। রাজ্য সড়কে ছোট বড় গর্ত গুলি বৃষ্টির জলে ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। পিচ রাস্তায় পিচ নেই বললেই চলে। মুথাডাঙ্গা এলাকায় সব থেকে করুন অবস্থা।