মেহমুদ ও অমিতাভের মধ্যে এক সময় সুসম্পর্ক ছিল। মেহমুদের বিশাল বাড়ির প্রথম তলে থাকতেন অমিতাভ ও মেহমুদের ভাই আনোয়ার আলি। তখনও অমিতাভের ততটা প্রতিপত্তি হয়নি। প্রাসাদোপম সেই বাড়ির তৃতীয় তলে থাকতেন মেহমুদ। 'সাত হিন্দুস্তানি' ছবিতে অভিনয় করেন আনোয়ার ও অমিতাভ।