রেশন দুর্নীতি মামলার ভার CBI-কে হস্তান্তরের নির্দেশ দিল না হাইকোর্ট

রেশন দুর্নীতি মামলার ভার CBI-কে হস্তান্তরের অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। প্রসঙ্গত, CBI-কে মামলা হস্তান্তরের আর্জি করেছিল ইডি। কিন্তু কেন এক তদন্তকারী সংস্থা আরেক তদন্তকারী সংস্থাকে মামলা হস্তান্তরের আর্জি করছে, সন্দেহের সুরে এমনই প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর।