জওয়ান 'বাঁচাল' মনোজকে

সিনেমাপ্রেমীদের উন্মাদনা সঙ্গে করে মুক্তি পেয়েছে শাহরুখ খানের 'জওয়ান'। সকাল থেকে রাত পর্যন্ত সিনেমাপ্রেমীদের উপচে পড়ছে ভিড়। ভিড় সামাল দিতে মোতায়েন করতে হচ্ছে পুলিশ বাহিনীকে। আসানসোলবাসীর একটাই আক্ষেপ এই মুহূর্তে শহরে একটাই সিনেমা হল রয়েছে চালু। তাও পরিত্যক্ত। প্রায় বন্ধ হতে বসা আসানসোলের কুমারপুরে মনোজ সিনেমা হলে রিলিজ হয়েছে "জওয়ান"।