টুইটারের দেখাদেখি এখন Facebook এবং ইনস্টাগ্রাম প্রোফাইল ভেরিফিকেশনের জন্যও Blue Tick দেওয়া হয়। কিন্তু সেই Facebook প্রোফাইল ব্লু টিক দিয়ে ভেরিফাই করে রাখলেও আপনার নিস্তার নেই। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ম্যাট নাভারা একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে একটি প্রোফাইলের ব্লু টিক দেখা গিয়েছে, যা ভুয়ো।