মোমিনপুরকাণ্ডে জেএমবি যোগের সম্ভাবনা, ১৭ জায়গায় তল্লাশি, উদ্ধার লক্ষ লক্ষ টাকা

সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে মোমিনপুরে NIA তল্লাশি। ঘটনায় জেএমবি যোগের খবর। ১৭ জায়গায় তল্লাশি এনআইএর। উদ্ধার হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা।