রটেছে মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর রয়েছে দুই সন্তান...

রটেছে মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর রয়েছে দুই সন্তান। এবার এই নিয়েই মুখ খুললেন পিয়া। বললেন, “জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনও সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়। দয়া করে ফেক নিউজ় ফ্যাক্টরির দ্বারা মুর্গি হবেন না। আচ্ছা নমস্কার। জনতার মঙ্গল হোক।”