মুশকিল আসান আখের রসে

গরমে স্বস্তি পেতে অনেকেই আখের রস পান করেন। শরীর হাইড্রেটেড রাখতে, ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে আখের রসের জুড়ি মেলা ভার। আখের আলফা হাইড্রক্সি অ্যাসিড সিবাম নিয়ন্ত্রণ করে ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্রণ ও ফুসকুড়ি কমায়। আখের রস মুখে মাখলে মুখে হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস কমে, তেলতেলে ভাবও উধাও হয়।