সূর্যের প্লাজমা স্রোত এক ঝলকে জলপ্রপাতের মতো মনে হবে। শক্তিশালী এই ক্যামেরা সরঞ্জামের সাহায্যে আর্জেন্টিনীয় অ্যাস্ট্রোফটোগ্রাফার তুলেছেন ছবি গুলি। প্লাজমা হল মুক্ত আয়ন এবং ইলেকট্রনের সংমিশ্রণ।