হৃদয়ে প্লাস্টিক বিষ !

মার্কিন কেমিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত এক রিপোর্ট নাড়িয়ে দিয়েছে বিজ্ঞানীদের। মানুষের হৃদপিণ্ডে পাওয়া গেল মাইক্রো প্লাস্টিক। রক্ত স্রোতে, মিশে হৃদযন্ত্রে মাইক্রো প্লাস্টিক পৌঁছেছে। ৫ মিলিমিটারের কম প্লাস্টিককে মাইক্রো প্লাস্টিক বলে।