জেনে নিন কৈলাস পর্বতের রহস্য!

কৈলাস পর্বতে অনেকেই ঘুরতে যান। অনেকেই মনে করেন এই পর্বতে শিব-পার্বতী থাকেন। এই পর্বত ঘিরে একাধিক রহস্য আছে। এই পর্বত পৃথিবীর ৪ ধর্মের কেন্দ্রস্থল। ৬,৬০০ মিটার উচ্চতা এই পর্বতের। অনেকেই মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছতে পেরেছেন। কিন্তু এই পর্বতে কেউ পৌঁছতে পারেনি।