বয়সটা ৯১, আর বয়সটা যে শুধু সংখ্যমাত্র তা প্রমাণ করেন দিচ্ছেন সবংয়ের হরিহরপুরের শিক্ষক অনিল পাত্র। ৯১ বছর বয়সে আবারোও সবং পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী অনিল পাত্র, ৪৫ বছর ধরে ভোট রাজনিতিতে একবারও হারতে শেখে নি বলছেন এলাকার মানুষ।