নিককে ‘রোস্ট’ করলেন প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্কে অনেকবার খবরের শিরোনামে আসে। অনেকেই ভেবেছিলেন,তাঁদের সম্পর্ক বেশিদিন টিকবে না। প্রিয়াঙ্কা ও নিকের বয়সের তফাত ১০ বছর। তাঁরা চুটিয়ে সংসার করছেন। নিক সব সময় প্রিয়াঙ্কার প্রশংসা করতে ব্যস্ত থাকেন। এবার প্রিয়াঙ্কা 'রোস্ট' করলেন নিককে।