'পয়সা উসুল' হবে এই ইলেকট্রিক কারে

সাংহাই অটো এক্সপোয় আত্মপ্রকাশ করল বিওয়াইডি সিগাল। এই গাড়ি একবার চার্জে চলে ৪০৫ কিমি। ভারতে শীঘ্রই লঞ্চ হবে এই গাড়ি। বর্তমানে ভারতের বাজারে দুটি বাজেট ই কার রয়েছে।