পৃথিবীর বিপদের কারণ সূর্য?

পৃথিবীর বিপদের কারণ হতে পারে সূর্য। সূর্যে অনবরত বিস্ফোরণ চলে। সূর্যের পরিমণ্ডলে তড়িৎ চৌম্বকীয় বিকিরণে হয় তীব্র বিস্ফোরণ। AR3341 সানস্পটে একটি শক্তিশালী সৌর শিখা দেখা গেছে। ২০ জুন রাত্রে এই সৌর শিখা পৃথিবীতে পড়ে। কানাডা ও আমেরিকায় এই সোলার ফ্লেয়ার শর্টওয়েভ রেডিও ব্ল্যাকআউট তৈরি করে।