মহাকাশ দৌড়ে আদানি, টক্কর দেবে Elon Musk-এর Space X-কে
এই এসএসএলভির উৎপাদনের দায়িত্ব পাওয়ার জন্য প্রায় ২০টি বেসরকারি সংস্থা আগ্রহ দেখিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত এই দায়িত্ব পেয়েছে তার মধ্যে অন্যতম আলফা ডিজাইনি টেকনোলজিস। আর এই সংস্থাতেই অংশীদারিত্ব রয়েছে আদানি গ্রুপের।