'ঘাট পে হাট'

গঙ্গাদুষণ রুখতে ও ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে "ঘাট পে হাট" কর্মসূচি বৈদ্যবাটি পুরসভার। ইতিমধ্যেই দুদিন আগে নবান্নের বৈঠকে বৈদ্যবাটি পুরসভার ১২ ও ১৬ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু হাই বার্ডেন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈদ্যবাটি পুরসভার গঙ্গার পাশের ওয়ার্ড গুলোকে এই নিয়ে সচেতন করতে 'ঘাট পে হাট' কর্মসূচি নেওয়া হলো।