আটক হলেন বাম নেতা নিরাপদ সর্দার। সন্দেশখালি-কাণ্ডে বাঁশদ্রোণী থানার পুলিশ আটক করল তাঁকে। বাড়ি থেকে প্রাক্তন এই সিপিএম বিধায়ককে আটক করেছে পুলিশ। রবিবার সকাল বেলা বাঁশদ্রোণী থানার পুলিশ নিরাপদবাবুর এক কামরার বাড়িতে যায়। দরজায় কড়া নাড়ে। পরিবারের সদস্যরা দরজা খুললে তাঁদের বলা হয়, নিরাপদ সর্দারকে তাদের সঙ্গে বাঁশদ্রোণী থানায় যেতে হবে। থানার বড়বাবু ডেকে পাঠিয়েছেন তাঁকে।