মার্সিডিজ়কে দেখে একটি ভাল্লুকের মন বিচলিত হবে, এমনটা কি মানা যায়?

মার্সিডিজ়কে দেখে একটি ভাল্লুকের মন বিচলিত হবে, এমনটা কি মানা যায়? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ভাল্লুক জঙ্গলের মধ্য়ে থেকে রাস্তায় বেরিয়ে এসেছে। তার নজর পড়েছে রাস্তায় পার্ক করে রাখা মার্সিডিজ়ের উপর...