অপরাধী ধরতে ডিএনএ আর চোখের স্ক্যান

এবার চোখের স্ক্যান করে অপরাধী ধরা হবে। কেন্দ্র সরকার আনছে অপরাধী দমনে এক বিশেষ প্রযুক্তি। দাগি অপরাধী ধরার জন্য দেশের ১৩০০টি থানায় চালু হচ্ছে এক বিশেষ প্রযুক্তি।