জলপাইগুড়িতে অমানবিক ঘটনা! স্তব্ধ বাংলা

ট্রেনে ট্রেনে ঘুরে ভিক্ষা করেন দুই ভিখারি। ভিক্ষা করে জমিয়েছিলেন ১০হাজার টাকা। সন্ধেয় বাড়ি ফিরে এসে তাঁরা হতবাক। ঘটনায় তোলপাড় জলপাইগুড়ি।