বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মম অত্যাচার। টার্গেটেড কিলিং। অভিযোগ বরাবরই ছিল। অবস্থার চরম অবনতি হল শেষ কয়েক মাসে। ১৮ ই নভেম্বর ২০২৪। জ্বলতে থাকা আগুনে ঘি দিল ইস্কনের প্রাক্তন কর্তা ও সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর অ্যারেস্ট। কেন গ্রেফতার? কিভাবে একটা অ্যারেস্ট ছড়িয়ে দিল আগুন? শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ? বাংলাদেশের ইতিহাসে সাম্প্রদায়িকতা কীভাবে প্রভাব ফেলেছে বারবার? কোন পথে যাচ্ছে পদ্মাপাড়ের রাজনীতি? আমাদের রাজ্য বা দেশেই বা কতটা আসবে পড়শি দেশের আগুনের আঁচ?