জল্পনা ছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অভিনয় থেকে দূরে বাঁকুড়াতেই মাটি কামড়ে পড়েছিলেন তিনি। অংশ নিয়েছিলেন দলীয় নানা কর্মসূচীতে। তবে ১০ মার্চ বিগ্রেডে তৃণমূলের সভার পর স্পষ্ট হয়ে যায় প্রার্থী হচ্ছেন না সায়ন্তিকা। হয়েছিল অভিমান, TV9 বাংলার কাছে উগরে দিয়েছিলেন ক্ষোভও। তবে তিনি থেমে নেই। নতুন শুরু অভিনেত্রীর। বাংলাদেশের প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। এরই পাশাপাশি জোর কদমে চলছে শরীরচর্চাও।