ফর্ম নিয়ে ছেলের প্রশ্নের মুখেও পড়েছিলেন বীরু, অভিমান ভাঙাতে সেঞ্চুরি উপহার

টিম ইন্ডিয়ার বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ শুধু জাতীয় দলের হয়ে নয়,আইপিএলের মঞ্চেও ব্যাট হাতে ভেল্কি দেখাতেন। তাঁর সামনে দাঁড়াতে একাধিক বোলার ভয় পেতেন। সেই বীরু একটা সময় খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং রান পাচ্ছিলেন না। সেই সময় তাঁর ছেলেকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল।