যাত্রী স্বাচ্ছন্দ্যে এক ধাপ এগোল ভারতীয় রেল। যাত্রীদের অল্প খরচে খাবার দিচ্ছে রেল। অসংরক্ষিত কামরার যাত্রীদের জন্য এই খাবারের ব্যবস্থা করেছে রেল। ২০ ও ৫০ টাকায় খাবার দেবে ভারতীয় রেল। ২০ টাকায় থাকবে ৭টি পুরি, আলুর শুকনো তরকারি ও আচার। ৫০ টাকার মিলে থাকবে রাজমা চাওল,ছোলে ভাটুরে, খিচুড়ি, কুলচা, মসলা দোসা ও পাও ভাজি।