মেঘালয়ের উত্তর পূর্বে তুরা শহর থেকে ৩৩ কিমি দুরে ছোট্ট এয়ারপোর্ট বালজেক। বালজেকের রানওয়ে মাত্র ১ কিলোমিটার দীর্ঘ। নামে বালজেক হলেও এই বিমানবন্দর তুরা এয়ারপোর্ট নামেই পরিচিত। মেঘালয়ের পাহাড়ের মাঝে দুর্দান্ত প্রকৃতির বুকে এই ক্ষুদ্রতম বিমানবন্দরটি।