চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?

সকালে যখন অনির্বাণ ঘুম থেকে ওঠেনি, তখন তাকে কাছের নার্সিংহোমে নিয়ে যাওয়া হল। শোনা যাচ্ছে নার্সিং হোম কর্তৃপক্ষ নাকি অনির্বাণের পরিবারকে জানায়, পুলিশে খবর দেওয়া উচিত কিংবা দেহ নিয়ে যাওয়া উচিত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। কিন্তু সেটা হয়নি। কিসের এত তাড়া?