খাবারের জন্য দিনরাত প্রাণপাত। সেই খাবার কি নষ্ট করা যায়? ভাত বা রুটি নষ্ট করবেন না। বাসি ভাত বা বাসি রুটি দিয়ে তৈরি করতে পারেন দারুণ সব পদ। বাসি রুটি দিয়ে বানান ট্যাকোস। বাসি রুটি গুলো সেকে নিলেই কাজ হয়ে যাবে।