কী এমন করেছেন অভিষেক বচ্চন যে রেগে আগুন ঐশ্বর্যা ভক্তরা?

অভিষেকের এই খোলাচিঠি নিয়েই হচ্ছে এখন নিন্দে। ঐশ্বর্যা ভক্তরা খানিক রেগেই গিয়েছেন জুনিয়র বচ্চনের উপর। তাঁদের প্রশ্ন, “বাবার বেলায় এত বড় পোস্ট, দিদির বেলায় এত মিষ্টি লেখা, আর ঐশ্বর্যার সময় শুধু একটা ছবি দিয়ে সব শেষ? এত নোংরা ব্যবহার কেন?” যদিও অভিষেকের তরফে মেলেনি কোনও উত্তর।