রাস্তা খারাপ, উদাহরণ চাঁদ!

ডানকুনি শহরের মূল ও ব্যস্ততম রাস্তা টি এন মুখার্জি রোড। বর্ষা নামলেই একটু বৃষ্টিতে ডানকুনির কালিপুর থেকে দিল্লি রোড চৌমাথা পর্যন্ত টি এন মুখার্জি রোডের অবস্থা বেহাল হয়ে পড়ে। রোডের প্রায় পুরোটাই খানা খন্দে ভর্তি ।