কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ফ্লার্ট তো ঘরে ঢুকে বসে আছে। ফ্লার্ট আসলে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট। আর এর সংক্রমণ ক্ষমতাও প্রবল। এই মুহূর্তে সারা দেশে ফ্লার্ট সংক্রমণে ১ নম্বরে রয়েছে মহারাষ্ট্র। আর ২ নম্বরে বাংলা। ভাইরাসের জিন পরীক্ষা করে দেখা যাচ্ছে ভারতে যত নতুন কোভিড কেস ধরা পড়ছে তার ৫০ শতাংশের জন্য দায়ী এই ফ্লার্ট। এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ৩০০ জনের শরীরে ফ্লার্ট ধরা পড়েছে। তার মধ্যে প্রায় ১৫০ সংক্রমণ মহারাষ্ট্রে। এরপরই বাংলায় ৩৬ জন কোভিড রোগীর দেহে নতুন চেহারার এই ভাইরাস মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন দেশে আবার বাড়তে শুরু করে দিয়েছে কোভিড সংক্রমণ। যার জেরে জুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে চলে আসতে পারে আরও একটা ওয়েভ।