বুয়েনস এয়ারর্স আর্জেন্টিনার রাজধানী। একে বলে প্যারিস অফ লাতিন আমেরিকা। এই শহর নাচের শহর। ট্যাঙ্গো নাচের পীঠস্থান বুয়েনস এয়ারর্স। এই শহরের স্পন্দনের দুটি নাম ফুটবল আর ট্যাঙ্গো। বুয়েনস এয়ারর্স শহরের লা বোকা অঞ্চলে প্রচুর ইতালিয়র বসবাস। তারা থেকে যান এই অঞ্চলেই। শতবর্ষ আগে এই অঞ্চলে নতুন বসতি তৈরি হয়।