প্রাগৈতিহাসিক হেরিটেজ সাইট

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল প্যালেস্টাইনের তেল আল সুলতান। প্যালেস্টাইনের চতুর্থ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল এটি। ওয়েস্ট ব্যাঙ্কে জেরিকো শহরের কাছে এই প্রাগৈতিহাসিক স্থান। ব্রোঞ্জ যুগের সভ্যতার ধ্বংসাবশেষ রয়েছে এখানে। সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৫ তম বৈঠক হয় রিয়াধে। সেখানে গৃহীত হয় এই সিদ্ধান্ত। এর আগে প্যালেস্টাইনের চার্চ অফ নাতিভিতি, ওল্ড সিটি অফ হেব্রন এবং দক্ষিণ জেরুজালেম পায় হেরিটেজ সাইটের তকমা।