সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন। তবে এবার সেই সোশ্যাল মিডিয়া নিয়েই এক কঠিন সত্যি বললেন তিনি। লিখলেন, একবার সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, সময় যে কোথা থেকে বেরিয়ে যায় বোঝাই যায় না। পলকে বিগ বি-র কথার সমর্থনে ভক্তরা লেখেন ঠিক বলেছেন।