কয়েক বছর আগের কথা। করিনা কাপুর খান এবং সইফ আলি খানের বড় ছেলে তৈমুর আলি খানের অনেকগুলো ছবি ভাইরাল হয়। এমনকি খুদের আদলে পুতুলও তৈরি হয়েছিল। এবার ঐশ্বর্য রাই বচ্চনের আদলে তৈরি হল পুতুল।