সুস্মিতা সেন ছোটবেলায় টেলিভিশনে দেখেন রাকেশ শর্মার মহাকাশ যাত্রার খবর। মহাকাশচারী রাকেশ শর্মার ওই ঘটনা তাঁকে উদ্বুদ্ধ করে এমন কিছু করে দেখানোর যা সারা দুনিয়ায় তাঁকে বিখ্যাত করবে। সেই থেকেই সুস্মিতা তাগিদ পান মিস ইউনিভার্স প্রতিযোগিতায় লড়াই করার। মিস ইউনিভার্সের বিজয়ের মুহূর্তে সুস্মিতার সেই হাসির নেপথ্যে ছিলেন একজন পুরুষ। তিনি আর কেউ নন রাকেশ শর্মা।