আয়করের হার ও স্ল্যাবে বদল করবেন অর্থমন্ত্রী?

২৩শে জুলাই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্তর মুখে একটা হাসি ফোটানোর চেষ্টা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন-পুরনো দুই করকাঠামোয় আয়করের হার ও স্ল্যাবে কিছু বদল আনতে পারেন তিনি।