এভারেস্টের চেয়ে উঁচু আগ্নেয়গিরি মঙ্গলে

৪৮০ কিলোমিটার ব্যাসের বিশাল এক আগ্নেয়গিরির ছবি এল মঙ্গল থেকে। এই আগ্নেয়গিরির উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি। প্রায় ১৫ কিলোমিটার উঁচু এই অ্যাস্করেয়াস মনস আগ্নেয়গিরি। তবে এটি মঙ্গলের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি নয়। এর নাম অ্যাস্করেয়াস মনস। এটি মঙ্গলের দ্বিতীয় উচ্চতম আগ্নেয়গিরি।