দোলে রঙ থেকে দূরে থাকেন শিল্পী অনুপম, কিন্তু কেন?

রঙের ব্যাপারে সাবধানী অনুপম। খেলেন না, মাখান না, নিজেও মাখেন না। শহরের একটি সচেতনা অনুষ্ঠানে যোগ দিয়ে অনুপম রায় আমাদের প্রতিনিধির রঙিন প্রশ্নের সম্মুখীন হলেন। দোল নিয়ে তাঁর প্রিয় গান কী? উত্তরে অনুপম রায় মুচকি হেসে কী জানালেন?