ক্যামেরা দেখে, গালাগালি সচিনের সু-পুত্রের!

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন অর্জুনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। নেটিজেনদের দাবি,অন ক্যামেরা গালাগালি দিয়েছেন সচিনের সু-পুত্র। ঘটনাটি মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের সময়। ডাগ আউটে বসেছিলেন অর্জুন ও পাশে ছিলেন তিলক ভার্মা। সেইসময় অর্জুনের দিকে ফোকাস করে ক্যামেরা। তাঁর দিকে ক্যামেরা তাক করায় হুট করে রেগে যান অর্জুন।