মেসি যে ফুটবল ক্লাবে আর্জেন্টাইন সুপারস্টারের যাত্রা শুরু,আবারও তাঁর সেই ক্লাবে ফেরার জল্পনা তৈরি হয়েছে। ২বছর আগে বার্সা ছেড়ে প্যারিস সাঁ জাঁ-তে যোগ দেন তিনি। পিএসজিতে খেললেও,বার্সার মতো ছন্দে দেখা যায়নি আর্জেন্টাইন মহাতারকাকে।