এক পায়ে ভর করে, বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে, সামিল হয়েছে ২৪ বছরের শম্ভু। বছর ২৪ এর প্রতিবন্ধী শম্ভু, সিপিআইএমের প্রার্থী হল পঞ্চায়েত নির্বাচনে। এক পায়ে ভর করে, বাড়ি থেকে প্রায় ৪ কিমি দূরে ভোট কেন্দ্র প্রতিনিয়ত দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচার করছে।